Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন জগন্নাথপুরের জগলুর রহমান

স্টাফ রিপোর্টার::

আগামীকাল বৃহস্পতিবার (২ মে) বৃটেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে এসেক্সের থারক কাউন্সিল পদে গ্রেইস থারক ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জগন্নাথপুরের জগলুর রহমান। তিনি জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমানের ছোট ভাই।

ছোট বেলা থেকে জগলুর রহমান যুক্তরাজ্য বসবাস করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি কনজারভেটিভ পার্টির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন।

জগলুর রহমানের পক্ষের যুক্তরাজ্য বসবাসরত তাঁর আত্মীয় স্বজনসহ তাঁর সমর্থকরা প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

জগলুর রহমানের বড় ভাই লুৎফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাঁর ভাইয়ের জন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।

Exit mobile version