জগন্নাথপুর২৪ ডেস্ক::
বৃটেনের শ্রেষ্ঠ লেবার কাউন্সিলর হিসাবে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডন শহরের টাওয়ার হ্যামলেটসের সেন্ট পিটারস ওয়ার্ডের কাউন্সিলর তারিক খান। ২০২১ সালে লেবার পার্টি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা কাউন্সিলর পুরস্কারে ভূষিত হন সিলেটের এই কৃতি সন্তান। বার্মিংহাম এবং প্রেস্টনের নেতাদের সহ সমগ্র ইংল্যান্ডের কাউন্সিলরদের একটি শক্তিশালী পুল থেকে তাকে বাছাই করা হয়। তারপরে ভোট নেওয়া হয়, যেখানে সদস্য এবং বাসিন্দাদের অনলাইনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই ভোটে সারা দেশের মানুষ অংশ গ্রহন করেছেন এবং টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর শীর্ষে এসেছেন।
এদিকে, অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গত ৮ নভেম্বর ইভান্স এবং ইব্রাহিম ডগাস বাংলাদেশি বংশোদ্ভুত এই কাউন্সিলরের হাতে পুরস্কার তেুলে দেন। লেবার দলীয় সুত্র জানায়, তারিক খান একজন কঠোর পরিশ্রমী স্থানীয় কাউন্সিলর, যিনি কোভিড-১৯ জুড়ে এলাকার বাসিন্দাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা শ্রেষ্ট কাউন্সিলর তারিক খান কে নিয়ে গর্বিত। শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া তারিক খান টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির চিফ হুইপ, টাওয়ার হ্যামলেটসের সংবিধিবদ্ধ ডেপুটি মেয়র কাউন্সিলর আসমা বেগমের স্বামী।