1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃটিশ প্রধামন্ত্রীকে দল ছাড়ার হুঁশিয়ারি নিজ দলের এমপির - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
তাবলিগ জামাতের দুপক্ষকেই বিশেষ নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে: রিজভী জগন্নাথপুর চ্যারিটি সংস্থার আয়োজনে এ ভিজিট টু নেচার অনুষ্ঠিত সচিবালয়ে আগুনের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারি সচিবালয়ে আগুন/ ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে মানুষের ব্যক্তিত্ববোধ যেভাবে বিনষ্ট হয় শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি:উপদেষ্টা আসিফ মাহমুদ “ নির্বাচন বিলম্বের গোপন উদ্দেশ্য থাকলে পরিণাম হবে ভয়াবহ” কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় দাবি কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

বৃটিশ প্রধামন্ত্রীকে দল ছাড়ার হুঁশিয়ারি নিজ দলের এমপির

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৩৩১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে যদি হার্ড ব্রেক্সিট বা ব্রেক্সিট নিয়ে কঠোরতা অবলম্বন করেন এবং এ জন্য চাপ দেন তাহলে দল থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন তারই একজন এমপি আনা সোব্রি। তিনি বলেছেন, এমনটা হলে আমি আমার নীতি থেকে বেরিয়ে আসবো। ব্রেক্সিট নিয়ে তেরেসা মে’কে সরাসরি এমন হুমকি দেয়া কনজার্ভেটিভ দলের প্রথম এমপি তিনি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, আনা সোব্রি ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের একজন সাবেক মন্ত্রী। তিনি তেরেসা মে’কে আরো হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, আদর্শের দিকে যদি প্রধানমন্ত্রী না তাকান বা আদর্শের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত না হন তাহলে দলে বিভক্তি সৃষ্টি হবে। তার মন্ত্রীসভায় বিভক্তি সৃষ্টি হবে। এমনটা হলে তাতে অর্থনীতির ক্ষতি হবে। মিসেস সোব্রি বলেন, যদি এমনটা ঘটে তাহলে সম-মনাদের সঙ্গে তিনি কাজ থেকে সরে যাবেন। এমন পরিণতি থেকে দেশকে যারা রক্ষা করতে চান তারা আমার সঙ্গে কাজ ছেড়ে দেবেন। এখানে কাজ ছেড়ে দেয়া বলতে পদত্যাগকে বোঝানো হয়েছে। এ বিষয়ে আনা সোব্রি বলেছেন, ব্রেক্সিট আদর্শবাদীদের একনায়কোচিত নীতি যদি তেরেসা মে অনুমোদন করেন তাহে তা হবে তার জন্য বড় ভুল। উল্লেখ্য, বৃটেনের নর্টিহ্যামশায়ারের ব্রোক্সটোউ থেকে নির্বাচিত এমপি আনা সোব্রি। তিনি বলেছেন, তাকে মাঝে মাঝেই দুটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তার একটি হলোÑ আপনি কি ব্রেক্সিট ইস্যুতে কনজার্ভেটিভ দল কখনো ছেড়ে দেবেন? অন্যটি হলোÑ দল ছেড়ে দেয়ার মতো সময় কি এখনও এসেছে? এ বিষয়ে তিনি দ্য মেইল অন সানডে’তে লিখেছেন, প্রথম প্রশ্নটির উত্তর হলোÑ অসম্ভব নয়। অর্থাৎ ব্রেক্সিট ইস্যুতে কনজার্ভেটিভ দল ছাড়ার সম্ভাবনা অসম্ভব নয় বা তিনি দল ছাড়তে পারেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখেছেন, না। অর্থাৎ এই মুহূর্তে তিনি দল ছাড়ছেন না। তার ভাষায়, কিন্তু আমি যদি দেখি দলের চেয়ে দেশকে বড় করে দেখা হচ্ছে না। এমনটা যদি স্পষ্ট হয় আমার কাছে তাহলে আমি আমার নীতি থেকে বেরিয়ে আসবো। ওদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনকে বের করে আনা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নতুন রাজনৈতিক দল গঠনের আগ্রহ দেখিয়েছেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিসের সাবেক চিফ অব স্টাফ জেমস চ্যাপম্যান। তিনি বলেছেন, মন্ত্রীপরিষদের দু’জন সদস্য তার নতুন দল গঠনের ডাকে আগ্রহ দেখিয়েছেন। এরপরই আনা সোব্রি ওই ঘোষণা দিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com