Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১০

জগন্নাথপুর২৪ ডেস্ক:::

নারায়ণগঞ্জে  বুড়িগঙ্গা নদী পারাপারের সময়  ৪০ থেকে ৫০ যাত্রী নিয়ে মাঝ নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ সময় ৩০ থেকে ৩৫ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছে। বাকি ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছে।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ফতুল্লা থানার বক্তাবলী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বুধবার সকালে ৪০-৫০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত স্টিলবডি টলার ধর্মগঞ্জ গুদারা ঘাটে আসার সময় মাঝ নদীতে প্রচণ্ড কুয়াশার কারণে ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের ও কোস্টগার্ডের লোকজন রয়েছে। নিখোঁজ থাকা লোকজনকে উদ্ধার ও তাদের পরিচয় জানার চেষ্টা চলেছে।

Exit mobile version