জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সন্ত্রাসী হামলায় বুরকিনা ফাসোতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। সোমবার একটি ক্যাফেতে এ হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বুরকিনা ফাসোর রাজধানী ওউগাডোউগো’তে অবস্থিত একটি ক্যাফের বাইরে বসা ছিলেন কিছু খদ্দের। অকস্মাৎ সেখানে প্রকাশ্যে গুলি চালাতে থাকে তিন অস্ত্রধারী। নিরাপত্তা রক্ষাকারীরা হামলাকারী তিনজনকেই গুলি করে হত্যা করেছে। এ সময় অনেক দূর থেকেও গুলির শব্দ শোনা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ভবনের ভিতর অবরুদ্ধ অবস্থায় ছিলেন বেশ কিছু মানুষ। সরকারের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর কাওমে নক্রুমাহ এভিনিউয়ে ইস্তাম্বুল রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। তবে একজন ডাক্তার বলেছেন, নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিক রয়েছেন। দেশটির যোগাযোগ বিষয়ক মন্ত্রী রেমিস দাদজিনোউ বলেছেন, এ হামলায় কতজন জড়িত তা নিশ্চিত হওয়া যায় নি। হামলাকারীদের ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা রক্ষাকারীরা। একজন ডাক্তার বলেছেন, আমরা ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করেছি। ঘটনাস্থল ও এর আশপাশ থেকে সাধারণ জনগণকে সরিয়ে নিয়েছে পুলিশ। একজন সেনা সদস্য বলেছেন, একটি দোতলা ভবনের প্রথম ও দুই তলায় কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। উল্লেখ্য, গত বছর জানুয়ারিতে সেখানে একটি ক্যাফেতে উগ্রপন্থিরা সন্ত্রাসী হামলা চালায়। এতে নিহত হন কমপক্ষে ৩০ জন।
Leave a Reply