স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীগণকে নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার পৌরশহরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামের সামনে দুপুর তিনটায় এ অনুষ্ঠানের আয়োজন করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্বে থাকবে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম। অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা তাঁদের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরবেন। ইতিমধ্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল করিম অনুষ্ঠানে উপস্থিত থাকার সন্মতি জ্ঞাপন করেছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে পৌর এলাকার ভোটাররা প্রার্থীদেরকে প্রশ্ন করবেন। অনুষ্ঠানে উপস্থিত কাউন্সিলর প্রার্থীরা তাদের পরিচিতি তুলে ধরবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। এতে পৌরনাগরিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সাধারণ সম্পদক আব্দুল আলীম ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব।
Leave a Reply