রাকিল হোসেন নবীগঞ্জ থেকে:নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী আর নেই। গত রবিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটস্থ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল¬াহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীর মৃত্যুর খবরে সহযোদ্ধা, আত্মীয় স্বজনসহ বিভিন্ন এলাকার শত শত মানুষ ভীড় জমান তাদের বাড়ীতে। মৃত্যুকালে তিনি অনেক গুনগ্রাহী ও আতœীয় স্বজন রেখে গেছেন। সোমবার বিকালে উত্তর দেবপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল¬াহ। এ সময় সরকারি তহবিল থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধার পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।
রাষ্ট্রিয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজাল, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, মরহুমের ভাই বিশিষ্ট ব্যাবসায়ী ইস্কান্দর আলী, ইউপি সদস্য আব্দুল মুহিত মুছা, ছাত্রলীগ নেতা শেখ রাসেল শরিফসহ এলাকার সর্বস্তরের মানুষ। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply