স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সৈয়দপুর আর্দশ কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ শিক্ষানুরাগী সমাজ সেবক সৈয়দ আতাউর রহমান(৭৮) কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। রাত সাড়ে আটটায় (বাদ এশা) সৈয়দপুর ঈশানকোনা হালিছড়া মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মুসাব্বির আহমেদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরআগে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ও জগন্নাথপুর থানার পুলিশ সদস্যরা।প্রসঙ্গত সৈয়দপুর গ্রামের সন্তান সৈয়দ আতাউর রহমান ষাটের দশকে ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে তাঁর গণতান্ত্রিক-রাজনৈতিক কর্মকান্ড শুরু করেন। দীর্ঘ ছয় দশক ধরে বাঙ্গালী জাতীয়তাবাদের আদর্শ ধারন করে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে রাজনীতির মাটে কর্মরত ছিলেন তিনি। অত্যন্ত অমায়িক ও বন্ধুবৎসল সৈয়দ আতাউর রহমান সৈয়দ আতাউর নামেই পরিচিত ছিলেন।সিলেটের এম সি ইন্টারমিডিয়েট কলেজে প্রথম ছাত্রলীগ গঠন করলে সৈয়দ আতাউর এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি সুনামগঞ্জ জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি পরবর্তীতে যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামন্ডলীর সদস্যের দায়িত্ব পালন করেন। তিনি সৈয়দপুর আর্দশ কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমেদ,লে, কর্নেল অব সৈয়দ আলী আহমেদ, সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক পসিউকিউটর পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,বিজন কুমার দেব,আবুল হোসেন লালন, প্রবাসী কমিউনিটি নেতা এম এ কাদির, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমেদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মোসাব্বির আহমেদ বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য প্রমুখ