জগন্নাথপুর২৪ ডেস্ক::
১০ দিন আগে ধুমধামের সঙ্গে বিয়ে হয় এক দম্পতির। কিন্তু বিয়ের পরদিনই বর অসুস্থ হয়ে পড়েন। এরপর গত ৪ ডিসেম্বর তার মৃত্যু হয়। বরের মৃত্যুর পর নববধূসহ পরিবারের ৯ সদস্যর করোনা শনাক্ত হয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জসরানা এলাকার নাগলা সাভন্তি গ্রামে।
ওই এলাকার প্রধান মেডিকেল অফিসার ডা. নীতা কুলশ্রেষ্ঠ বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ের পর পরই বর অসুস্থ হয়ে পড়েন। গত ৪ ডিসেম্বর তিনি মারা যান। তবে পরীক্ষা না হওয়ায় ওই ব্যক্তি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা জানা যায়নি।
ওই মেডিকেল অফিসার আরও জানান, পরীক্ষায় নববধূ, তার শাশুড়ি, ভগ্নিপতিসহ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবারই চিকিৎসা চলছে।
তিনি বলেন, করোনা পরীক্ষার জন্য ওই গ্রামে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৬৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬৭ জন।
সৌজন্যে সমকাল