জগন্নাথপুর২৪ ডেস্ক :: বিয়েতে পাওয়া উপহারের বাক্স খুলতেই বাড়ির মধ্যে বিস্ফোরণ। বিয়ের পাঁচ দিনের মধ্যেই মৃত্যু হলো স্বামী এবং তার দাদির। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার বোলাঙ্গিরে।
গত সোমবার বিয়ে হয়েছিল ওই দম্পতির। বুধবার বিয়ে পরবর্তী অনুষ্ঠান ছিল ওই যুবকের বাড়িতে। পুলিশের দাবি, ওই অনুষ্ঠানেই কেউ বিস্ফোরক ভর্তি উপহারের বাক্স দিয়েছিল। শুক্রবার সেটা খুলতেই বিস্ফোরণ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের দাদির। আহত যুবককে রৌরকেলার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে ঘটনায় গুরুতর আহত ওই যুবকের স্ত্রীকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কে বা কারা এই বিস্ফোরক ভর্তি উপহার দিল সেই ব্যাপারে তদন্ত করছে পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে, তদন্ত চলছে।