জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লিওনেল মেসির বিয়েতে তারার মেলা বসেছিল। নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে শুক্রবার শৈশবের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে আনুষ্ঠানিক-ভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করেন মেসি। এই বিয়েকে বলা হয়েছে ‘শতাব্দীসেরা বিয়ে’। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ২৬০ জন। তাদের মধ্যে অন্যতম বার্সেলোনায় মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, নেইমার, জেরার্ড পিকে এবং তার বান্ধবী কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
আশ্চর্যজনকভাবে মেসি আমন্ত্রণ জানাননি বার্সার কোচ লুইস এনরিকে এবং দিয়েগো ম্যারাডোনাকে। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পেপ গুয়ারডিওলাও আমন্ত্রিত হননি। তবে আর্জেন্টিনা দলে নিজের চার সতীর্থকে নিমন্ত্রণ জানান মেসি। তাদের মধ্যে অন্যতম সের্গিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। ওয়েবসাইট।