বিয়ানীবাজার প্রতিনিধি :: বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুল্লাপুর পাতন গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
পুলিশ জানায়, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদকে মঙ্গলবার দিবাগত রাত (বুধবার) দেড়টার দিকে পাতন এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এএসআই মোবারক হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে আদালতে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
Leave a Reply