স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের কোন অনুমোদিত কমিটি না থাকার পরেও উপজেলা যুবলীগের সম্মেলনে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক পদ ব্যবহার করে অতিথি হওয়ায় বিষ্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামীলীগের ২২ নেতার বিবৃতি প্রকাশের পর অনেকেই ওই বিস্ময় প্রকাশের বিস্ময় প্রকাশ করে পাল্টা বিবৃতি দিয়ে এধরনের বিবৃতি দেননি বলে দাবী করেন। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের নিকট এমন দাবী করে এ বিবৃতির সাথে তাদের সম্পৃক্ততা নেই বলে জানান। এছাড়াও তাদের সাথে কথা না বলে মিথ্যা প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে বলে দাবি করেন।পাল্টা বিবৃতিদাতারা হলেন উপজেলা আওয়ামীলীগের সদ্য বিলুপ্ত কমিটির এম.এ. লতিফ, মোছা: হাজেরা বারী, জালাল হোসেন কদ্দুছ কামালী, হাজী নুরুল ইসলাম, মতিউর রহমান,তাজউদ্দিন আহমদসহ বিবৃতিতে নাম থাকা অনেকেই পাল্টা বিবৃতির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জেলা কমিটি কর্তৃক ঘোষিত বৈধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক । তাদেরকে অবৈধ আাখ্যয়িত করে আমরা কোন বিবৃতি দেইনি।
Leave a Reply