স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষপানে সাজনা বেগম (২১) নামের এক যুবতির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সাজনা বেগম উপজেলার মিরপুর ইউনিয়নের সমসপুর (উত্তরপাড়া) গ্রামের ওয়াহিদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে সাজনা বেগম তার নিজ শয়ন কক্ষে কিটনাশক বিষ খেয়ে বিছানায় ছটপট করতে থাকে। এ সময় তার মা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ওই যুবতির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই যুবতি বিষপান করেছে তা জানা যায়নি