Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিষধর সাপ নিয়ে পালাগান, ছোবলে প্রাণ গেল অভিনেত্রীর

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হাতে জ্যান্ত সাপ নিয়ে পালাগান করার সময় ছোবলে কালীদাসী মণ্ডল নামে এক অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে কলকাতার হাসনাবাদ থানার বরুণহাট বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত কালীদাসী মণ্ডলের (৬৩) বাড়ি পার হাসনাবাদের কদমতলা গ্রামে।

এদিকে এ ঘটনার পর ওই পালাগানের দলের সঙ্গে যুক্ত ওঝা দয়াল ঠাকুরসহ দুজন পালিয়েছেন।

মৃতের ভাই পরিতোষ মণ্ডলের দাবি, মনসা মঙ্গলের ‘মনসা ভাসান’ এবং ‘জ্যান্ত সাপের ভাসান’ পালা করে দিদির বেশ নামডাক হয়েছিল। তা সহ্য করতে না পেরে দলের কেউ ষড়যন্ত্র করে বিষহীনের পরিবর্তে বিষধর সাপ এনেছিল। সেই সাপের ছোবলের পর দিদিকে হাসপাতালে না নিয়ে দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত দুদিন হাসনাবাদের বরুণহাট বাজারের পাশে মনসা পুজো উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয়। সেখানে বাড়তি চার হাজার টাকার বিনিময়ে জীবন্ত সাপ নিয়ে পালাগান করার জন্য কালীদাসী মণ্ডলের ভাসান যাত্রা দলের ডাক পড়ে। সেখানেই জ্যান্ত সাপ নিয়ে পালাগান করার সময় ছোবলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

যুগান্তর

Exit mobile version