1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিশ্ব হিজাব দিবস’ উদযাপনে অংশ নিলেন যুক্তরাষ্ট্র-ব্রিটেনের এমপিরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

বিশ্ব হিজাব দিবস’ উদযাপনে অংশ নিলেন যুক্তরাষ্ট্র-ব্রিটেনের এমপিরা

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হিজাব সচেতনতা ও ধর্মীয় সহনশীলতা প্রচারের লক্ষ্যে বিশ্বের ১১৬টি দেশে পালিত হয়েছে বিশ্ব হিজাব দিবস। প্রতি বছরের মতো গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) তা পালিত হয়। বিশ্বের নানা দেশে হিজাব পরিধান করায় মুসলিম নারীরা নানা ধরনের বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে থাকেন। এসব বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রতি বছর তা পালিত হয়।

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক নাজমা খান হিজাব পরায় নানাভাবে হেনস্থার শিকার হন। এরপর ধর্মীয় সহনশীলতা প্রচারে ২০১৩ সাল থেকে তিনি বিশ্ব হিজাব দিবস পালন শুরু করেন। সব ধর্ম ও বর্ণ, সংস্কৃতির নারীদের এক দিনের জন্য হিজাব পরিধানের অভিজ্ঞতার জন্য দিনটি উদযাপিত হয়। দিবসটি উদযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়।

 

নাজমা এক বিবৃতিতে জানান, ‘আমি সব নারীকে মাত্র একদিনের জন্য আমাদের জীবন যাপনে আমন্ত্রণ জানাতে চাই। যেন অন্য সবাই মুসলিম নারীকে সামান্য হলেও বুঝতে পারেন।’

ব্রিটিনের হাউস অফ কমন্সের লেবার এমপি আফজাল খান একটি টুইট বার্তায় মুসলিম নারীদের হয়রানি বন্ধ করার আহ্বান জানান। নিজ হাতে ‘হ্যান্ডস অফ হিজ হিজাব লেখা ছতি টুইট করে তিনি বলেন, ‘কারণ মিত্রতাই গুরুত্বপূর্ণ।’

আমেরিকার কোলারাডো হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ইমান মুহাম্মদ জোদেহ এক টুইট বার্তায় বলেন, ‘শুভ বিশ্ব হিজাব দিবস। আজ সকালে একজন মুসলিম নারীর হিজাব পরার অধিকার ও সব নারীর অধিকারকে অত্যন্ত গর্বের সঙ্গে সম্মান জানিয়েছি। পাশাপাশি পুরুষের মতো আমাদের স্বাধীনতা, সম্মান ও অন্যান্য অধিকার পালনে কোনো ছাড় নয়।’

 

এদিকে কানাডার পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ কমিটির প্রধান সালমা জাহিদ এক টুইট বার্তায় বলেন, ‘আমাদের বন্ধু, পরিবারের সদস্য ও প্রতিবেশীদের হিজাব সম্পর্কে জানানো জরুরি। এইভাবে আমরা একে অপরকে জানতে পারব। নিজেদের ভিন্নতার ভেতর পারষ্পরিক যোগাযোগের সেতু তৈরি করতে পারব।’

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com