জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জেরুজালেমে পবিত্র স্থাপনা মাউন্ট টেম্পল ও আল আকসা রক্ষা করতে বিশ্বের সব মুসলিমের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। পবিত্র ওই স্থাপনায় ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নেয়ার চেষ্টাকে তিনি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন। তিনি আঙ্কারায় এমন মন্তব্য করেন। আল আকসা মসজিদকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সেখানে সহিংসতা চলছে। এমন পরিস্থিতিতে তিনি এ মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। উল্লেখ্য, পবিত্র এই স্থাপনা মুসলিম ও ইহুদিদের কাছে সম্মানের স্থান, পবিত্র স্থান। একে কেন্দ্র করেই বার বার আরব-ইসরাইল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আল আকসা মসজিদ ও এর চত্বরে মেটাল ডিটেক্টর বসায় ইসরাইল। তার প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এমন সহিংস পরিস্থিতির মধ্যে সোমবার রাতে ওই মেটাল ডিটেক্টর উঠিয়ে নেয়ার বিষয়ে ভোট দেয় ইসরাইলের মন্ত্রীপরিষদ। ফিলিস্তিনিদেরঅভিযোগ, আল আকসা মসজিদ ও সংলগ্ন এলাকা, যার নিয়ন্ত্রণ রয়েছে মুসলিমদের হাতে সেই নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ইসরাইল। এ বিষয়টিতে প্রতিবেশী দেশ জর্ডানও নজর রাখছে। আল আকসা মসজিদ ও আর আশপাশে নিরাপত্তার নামে যে ব্যবস্থা নিয়েছে ইসরাইল তার অধীনে যেসব মুসলিম পুরুষের বয়স ৫০ বছরের নিচে তাকে মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ অভিযোগে ওই সংঘর্ষের সৃষ্টি হয়। ইসরাইল যখন মেটাল ডিটেক্টর উঠিয়ে নিচ্ছিল তখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ওই মন্তব্য করেন। তার আগে তিনি ইসরাইলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে কথা বলেন। আহ্বান জানান জেরুজালেমের মর্যাদা পুনঃস্থাপনের। পরে তিনি বিশ্বের মুসলিমদের উদ্দেশে বলেন, আমি বিশ্বের সব মুসলিমের কাছে আহ্বান রাখছি। যেকেউ, যার সুযোগ আছে জেরুজালেম, আল আকসা মসজিদ সফরে যান। আসুন সবাই মিলে জেরুজালেমকে রক্ষা করি। সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভে ইসরাইলি বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বলেও তিনি অভিযোগ করেন।