মোস্তাক আহমদ সৈয়দপুর থেকে:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুরে বুধবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে এক র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান সবাই মিলে সবকানে করি সমাধান শীষক র্যা লী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দপুর ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু করে র্যা লীটি বাজারের বিভিণ্ন গুরুত্বপূন সড়ক প্রদক্ষিন শেষে ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। র্যা লীতে নেতৃত্ব দেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সূযর্র্রে হাসি ক্লিনিকের অফিসার ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন ও কলেজের ছাত্র/ছাত্রীবৃন্দ। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply