Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বে একদিনেই করোনায় সংক্রমিত ২ লাখ ৬০ হাজার

জগন্নাথপুর২৪ জেস্ক::

বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ মহামারি করোনার সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গত একদিনে সংক্রমণের শিকার ২১৩টি দেশ ও অঞ্চলে ২ লাখ ৬০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত বেড়েছে। খবর বিবিসি ও সিএনএনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার একদিনে করোনায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮৪৮জন। আগের দিন আক্রান্ত হয়েছিল ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩৬০ জনের। গত ১০ মের পর এটি সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

করোনা সংক্রমণ ও প্রাণহানির নিয়মিত তুলে ধরা ওয়ার্ল্ডোমিটারে জানানো হয়েছে, রোববার সকাল পর্যন্ত সারাবিশ্বে ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৮৬৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১২ হাজার ১৯৪ জন।

বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জন। এর পরেই ব্রাজিলে আক্রান্ত ২১ লাখের কাছাকাছি, মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৮১৭ জনের। বৈশ্বিক আক্রান্তে তৃতীয় স্থানে থাকা ভারতে সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন। এ পর্যন্ত মারা গেছে ২৬ হাজার ৮২৮ জন। এরপর রাশিয়ায় আক্রান্তে সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার এবং মারা গেছে ১২ হাজার ২৪৭ জন। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত সাড়ে তিন লাখ। মারা গেছে প্রায় ৫ হাজার।

Exit mobile version