1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিশ্বে একদিনেই করোনায় সংক্রমিত ২ লাখ ৬০ হাজার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের কঠোর হুঁশিয়ারি উচ্চাকাঙ্ক্ষা যেভাবে মানুষকে মৃত্যু থেকে গাফেল রাখে জগন্নাথপুর মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড পাটলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কমিটি গঠন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার মুক্তির দাবি ঐক্য পরিষদের জগন্নাথপুরে বিএনপির অফিস পুড়ানো ও চুরির মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান ঢাকায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ / ৩ জন মারা যাওয়ার দাবি চিলাউড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট অনুমোদিত সুনামগঞ্জ- সিলেট সড়কে ট্রাক ও অটোরিকশা সংর্ঘষ/ নিহত ১

বিশ্বে একদিনেই করোনায় সংক্রমিত ২ লাখ ৬০ হাজার

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৬৭ Time View

জগন্নাথপুর২৪ জেস্ক::

বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ মহামারি করোনার সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গত একদিনে সংক্রমণের শিকার ২১৩টি দেশ ও অঞ্চলে ২ লাখ ৬০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত বেড়েছে। খবর বিবিসি ও সিএনএনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার একদিনে করোনায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮৪৮জন। আগের দিন আক্রান্ত হয়েছিল ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩৬০ জনের। গত ১০ মের পর এটি সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

করোনা সংক্রমণ ও প্রাণহানির নিয়মিত তুলে ধরা ওয়ার্ল্ডোমিটারে জানানো হয়েছে, রোববার সকাল পর্যন্ত সারাবিশ্বে ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৮৬৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১২ হাজার ১৯৪ জন।

বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জন। এর পরেই ব্রাজিলে আক্রান্ত ২১ লাখের কাছাকাছি, মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৮১৭ জনের। বৈশ্বিক আক্রান্তে তৃতীয় স্থানে থাকা ভারতে সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন। এ পর্যন্ত মারা গেছে ২৬ হাজার ৮২৮ জন। এরপর রাশিয়ায় আক্রান্তে সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার এবং মারা গেছে ১২ হাজার ২৪৭ জন। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত সাড়ে তিন লাখ। মারা গেছে প্রায় ৫ হাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com