Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বের ৪০০ শীর্ষ ধনী হারাল ১২৭.৪ বিলিয়ন ডলার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটে রায় আসার ঘটনায় শুক্রবার ১২ হাজার ৪০ কোটি (১২৭ দশমিক ৪ বিলিয়ন ডলার) সম্পদ হারিয়েছেন বিশ্বের ৪শ’জন শীর্ষ ধনী।

এদিকে গণভোটের পর ব্রিটেনের শীর্ষ ১৫ ধনীই হারিয়েছেন ৫৫০ কোটি (৫ দশমিক ৫ বিলিয়ন) ডলার।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ব্রেক্সিটের ঘটনায় ৪শ’ বিলিয়নায়ার তাদের মোট সম্পদের ৩ দশমিক ২ শতাংশ হারিয়েছেন। এর ফলে তাদের মোট সম্পদ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার কোটি (৩ দশকি ৯ ট্রিলিয়ন) ডলারে।

ইউরোপের ধনীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমানসিও ওরতেগা। তিনি হারিয়েছেন ৬শ’ কোটি ডলার।

এছাড়া বিশ্বের নয়জন শীর্ষ ধনীর প্রত্যেকেই কমপক্ষে ১শ’ কোটি ডলার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন- বিল গেটস, জেফ বেজোস এবং ব্রিটিশ ধনী জেরাল্ড গ্রোসভেনর।

ব্লুমবার্গ জানিয়েছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টার মধ্যেই ১৫ জন শীর্ষ ব্রিটিশ ধনী সাড়ে ৫শ’ কোটি ডলার হারান। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হারান গ্রোসভেনর। এছাড়া ফিলিপ গ্রিন ৫০ কোটি ডলার, ব্রুনো শ্রোডার ৬০ কোটি ডলার হারান।

Exit mobile version