জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ন্যানো প্রযুক্তির মাধ্যমে বিশ্বের প্রথম মহাকাশ হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির জাতীয় মহাকাশ কর্মসূচির অধীনেই এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. কালথোম আল-বালুশি জানিয়েছেন, মহাকাশের ওই হাসপাতালে ন্যানো প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর চিকিৎসকরাই নভোচারীদের চিকিৎসা দেবেন। হাসপাতালটি চালু করার আগে ভালোভাবে পরীক্ষা-নীরিক্ষা করা হবে।
২০২০ সালের মধ্যে মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে আরব আমিরাত।