জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: এবারো বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় শীর্ষে রয়েছেন জার্মানীর চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৫৯তম। মঙ্গলবার ফোর্বসের ওয়েবসাইটে এই তালিকাটি প্রকাশ করা।
ফোর্বসের তালিকায় বিগত ১২ বছরে এবার নিয়ে ১০ বার জায়গা করে নিলেন এ্যাঞ্জেলা মার্কেল। ১০ বারের মধ্যে ৯ বারই তিনি প্রথম স্থান দখল করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী সিনেটর হিলারি ক্লিনটন। ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় এবার নতুন মুখ রয়েছে ১৯টি।
তালিকার শেখ হাসিনার অবস্থান ৫৯তম নম্বরে। এ বিষয়ে ফোর্বস- প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান নেতা হিসেবে আছেন। তার বাবা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট।
Leave a Reply