জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বিশ্বব্যাপী সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিদের শীর্ষে রয়েছেন বর্ণবাদ বিরোধী দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। আর নবম শীর্ষ শ্রদ্ধার পাত্র হলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) নতুন এক জরিপে এ কথা বলা হয়েছে। সংস্থাটি গ্লোবাল শেপার্স অ্যানুয়াল সার্ভে ২০১৫-এর ফল প্রকাশ করে ২৫শে অক্টোবর। এ জরিপে অংশ নিয়েছেন ১০৮৪ ব্যক্তি। এদের প্রত্যেকেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল শেপার্স কমিউনিটির সদস্য। এ কমিউনিটিটি হলো বিশ্বের ৪৫০টি শহরভিত্তিক উদীয়মান নেতৃস্থানীয় ব্যক্তিদের একটি নেটওয়ার্ক। বিশ্বের ১২৫টি দেশের ২৮৫টি শহরে জরিপটি করা হয়। জরিপে নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন শতকরা ২০ দশমিক এক ভাগ আর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩ ভাগ মানুষ। প্রফেসর ইউনূসকে নিয়ে এতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও তৃণমূল থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাদের কাজের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পান মোহম্মদ ইউনূস। তিনি একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা এবং অর্থনীতিবিদ। ওই জরিপে দেখা গেছে, দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হলেন পোপ ফ্রাঁসিস। এ তালিকায় অন্য যারা রয়েছেন তারা হলেন তেসলা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক (৩য়), ভারতের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (৪র্থ) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (৫ম), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (৬ষ্ঠ), ইংলিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন (৭ম), অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস (৮ম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১০ম) ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট (১১তম)।
Leave a Reply