স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এক সংক্ষিপ্ত সরকারি সফরে আমেরিকা গেছেন। রবিবার দুপুরে শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। আমেরিকা ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক আইএমএফ ভি২০ এর সভায় মন্ত্রী যোগ দিবেন। ১৭ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকা থাকবেন। সেখানে বিভিন্ন সেমিনারে যোগদিবেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের এপিএস আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রী আমেরিকা যাওয়ার প্রাক্কালে নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও বিশেষে করে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের বিষয়ে খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্টদের হাওরের ফসলরক্ষায় কৃষকদের পাশে থাকতে নির্দেশ দিয়ে গেছেন।