Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদের

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

পেনশন স্কিম নিয়ে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের নেতারা।

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, শনিবার সকাল ১১টার পরে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা উপস্থিত আছেন ৷

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
শিক্ষক নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামূল হক ভূইয়া, সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম। ঢাবি শিক্ষক সমিতির নেতা অধ্যাপক আ জ ম শফিউল আল ভূইয়া, অধ্যাপক আব্দুর রহিম, বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান। সুত্র বাংলানিউজ টুয়েন্টফোর ডটকম।

Exit mobile version