সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিয্যবাহি দ্বীনি বিদ্যাপিঠ হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসা হিফজ বিভাগে
৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হায়াত উল্লা ভবনের শুভ উদ্ভোধন করা হয়েছে।
গভর্নিং বডির সভাপতি আব্দুল গফুর মেম্বারের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খানের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে
হায়াত ভবনের দাতা জজ বেলায়েত হোসেন প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান, আলহাজ্ব মোঃ ফারুক মিয়া,মাওলানা হাফিজ মতিউল হক,মনির মিয়া,হাজী চানু মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির প্রতিষ্টাতা সদস্য সিহাব আহমদ,শিক্ষানুরাগী সদস্য মজমিল আলী,অভিভাবক কমিটির
সদস্য হাজী রুসমত আলী,মমসির খান,আনোয়ার হোসেন,শিক্ষক প্রতিনিধি নজমুল ইসলাম চৌঃ মোস্তাক আহমদ,রফিকুল ইসলাম,দারুন কেরাত কমিটি সভাপতি সিদ্দিকুর রহমান,সহ সভাপতি হাজী সিদ্দিকুর রহমান খান,জেনারেল কমিটি সভাপতি হাজী আলমাছ আলী,সাধারণ সম্পাদক হাজী সুজা উদ্দিন ধলু মিয়া,প্রতিনিধি ও সদস্য লিতু খান,জেনারেল কমিটির সদস্য আবুল খয়ের,আবুল কাশিম,লালা মিয়া,সুলতান মিয়া,সেলন মিয়া,রেপন মিয়া ও আব্দুসহিদ খান হাবিব খান এবং ভবন বাস্তবায়ন কমিটির সদস্য ওয়ারিস আলী,আব্দুল খালিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে তেলায়াত করেন গুলজার আহমদ, নাতে রাসুল পরিবেশন করেন মোঃ হারিছ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ।
এরপূর্বে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভবনের দাতা জজ বেলায়েত হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply