জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অনন্ত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর খাসজান গ্রামের রফিক মিয়া ও রইছ আলী লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত রফিক মিয়া (৫৫) সৎপুর খাসজান গ্রামের মৃত আবদুল মুতলিবের ছেলে।
এ ঘটনায় পুলিশ নারীসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন সৎপুর খাসজান গ্রামের মৃত আইয়ুব উল্লার ছেলে রইছ আলী (৬৫), ইউনুছ আলী (৬০) ও ইউনুছ আলীর স্ত্রী নেবারুন নেছা (৪০)।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।