Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওধার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী।

নিহত মনিরুজ্জামান লিলু (৪৮) উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্ব পাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন মনিরুজ্জামান লিলু রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

মনিরুজ্জামান লিলুর ভাতিজা বাবুল মিয়া বলেন, “বুধবার আমার চাচা গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে চাচাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। “

খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রমা প্রসাদ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “নিহত ব্যক্তি আওয়ামী লীগ করতেন বলে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সুত্র বিডি নিউজ

 

Exit mobile version