বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের অলংকারী ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সহযোগীদের হাতে লাঞ্চিত হওয়ার ঘটনায় বুধবার বিকেল সাড়ে ৪টায় ইউনিয়ন বাসীকে নিয়ে এ মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যানকে হামলার ৭দিনেও গ্রেফতার করতে পারেনি প্রশাসন। অভিলম্বে আহমেদ নূর উদ্দিনকে গ্রেফতার করা না হলে অলংকারী ইউনিয়নবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। সভায় বক্তারা উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিনকে অলংকারী ইউনিয়ন থেকে অবাঞ্চিত ঘোষনাও করেন।
এছাড়া ভাইস চেয়ারম্যানকে মোকাবেলা করতে ইউনিয়নের ৪২টি গ্রামের নবীণ, প্রবীণ ব্যাক্তিত্ব এবং আ’লীগ-বিএনপিসহ সকল রাজনৈতিক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সম্পাদককে নিয়ে ১২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির মাধ্যমে ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিনকে সন্ত্রাসী হামলা ও ইউপি চেয়ারম্যান লিলু মিয়াকে লাঞ্চিত করার জবাব দিতে শিগ্রই কঠোর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে বলেও বক্তারা হুসিয়ারি দেন।
প্রবীণ ব্যাক্তিত্ব মজিরুল ইসলাম তকবির মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল ওয়াদুদ আজাদ মেম্বারের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান লিলু মিয়া। সভায় বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বী ও সাবেক মেম্বার তছির আলী, আফরোজ আলী, আরজান আলী, সাবেক মেম্বার চেরাগ আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক মেম্বার আরশ আলী, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, জাতীয় পার্টির সভাপতি তুতা মিয়া, জামায়াত নেতা আব্দুল মুকসিদ আক্তার, বিএনপি নেতা ফারুক আহমদ, মুরব্বী এমএ হক, যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতা এমএ মল্লিক আহমদ, উপজেলা যুবলীগ নেতা লিলু মিয়া, সিলেট মহানগর যুবলীগ নেতা ইকবাল আহমদ, বিএনপি নেতা সুহেল মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, ছাত্রলীগ নেতা আফসর মিয়াসহ অনেকে।
সভায় ৪২ গ্রামের প্রবীণ ব্যাক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল ওয়াহিদ, সজ্জাদ আলী মেম্বার, রফিক মিয়া মেম্বার, আ ছ ম নূরুল ইসলাম মেম্বার, মর্তুজ আলী মেম্বার, আব্দুর রব মেম্বার, হাজী আব্দুল মান্নান মেম্বার, হিরণ মিয়া মেম্বার, ঝানু মিয়া, তৈইমুছ আলী, সফর আলী, আশিক মিয়া, হাজী আযম আলী, মনু মিয়া মেম্বার, আজম আলী, তবারক আলী, হাজী নানু মিয়া, লোকমান হেকিম, মখন মিয়া, কবির আহমদ, ছয়ফুল আলম, রানা মিয়া, তৈয়ব আলী, আবুল হোসেন, ফারুক মিয়া, কামাল আহমদ, সুরমান আলী সুমন, আলী হোসেন, আবু সুফিয়ান, শামীমুর রহমান রাসেল, সাইদুর রহমান রাজু, কয়েছ মিয়া, দুলাল আহমদ, নুরুল হক, ছয়ফুল ইসলাম গেদা, হিরণ মিয়া, আব্দুল কাইয়ুম, সুনা মিয়া প্রমুখ।