স্টাফ রিপোর্টার- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের স্মরনীয় বিজয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর নের্তৃত্বে আনন্দ মিছিলটি পৌর শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিন শেষে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাফরোজ ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, মতিউর রহমান,হাজী সফিক আলী, মনোয়ার আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, সদস্য জাকির হোসেন, শশী কান্ত গোপ, উপজেলা ছাত্রলীগ যুগাম সম্পাদক রুমন আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত পৌর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান, ছাত্রলীগ নেতা নাসির আহমদ, সুফি মিয়া, জুয়েল মিয়া, সৈয়দ মিজান, আশরাফ উদ্দিন, কলেজ ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান লিটু,তোহা চৌধুরী, প্রমুখ। সভায় বক্তারা বাংলাদেশ জাতীয় দলের ঐতিহাসিব বিজয়ে খেলোয়ারদেরকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, স্বাধীনতার মাসে জাতীয় ক্রিকেট দলের এই বিজয় আমাদেরকে উদ্বেলিত করছে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয় দলের এই বিজয় অক্ষুন্ন থাকবে। পরে মিষ্টি বিতরণ করা হয়।