জগন্নাথপুর টায়েন্টিফোর ডেস্ক-বাংলাদেশের সামনে দুটি পথ খোলা। আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। হেরে গেলে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের জন্য অপেক্ষা। ইংল্যান্ড যদি তাদের শেষ ম্যাচে হেরে যায়, তাহলে আরেকটি সুযোগ। স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ তাড়া করে জয়, ব্যাটসম্যানদের রানে ফেরা, ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়- এসব বাংলাদেশকে এগিয়ে রাখছে। আজকের ম্যাচটিকে বাংলাদেশের জন্য ‘সত্যিকারের চ্যালেঞ্জ’ হিসেবে মানছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। বাংলাদেশ সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কাল প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমাদের সামনে সত্যিকারের চ্যালেঞ্জ। ছেলেরা আত্মবিশ্বাসী। আমরা রোমাঞ্চিত। সবাই সেরা খেলাটা খেলার জন্য উন্মুখ।’
বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা ছিল স্কটল্যান্ড ও আফগানিস্তানকে হারানোর পর একটি বড় দলকে পরাস্ত করা। প্রত্যাশা পূরণের পর বাংলাদেশ এখন ইংল্যান্ডের সামনে। মাশরাফি নিউজিল্যান্ড ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চান না। আজই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চান। তিনি বলেন, ‘ভালো ক্রিকেট খেলছি, আমাদের সামনে আরও একটা সুযোগ। একটা একটা ম্যাচ করে এগোনোই ভালো। আমাদের এখন সামনের ম্যাচের দিকে মনোযোগ দেয়া দরকার। আমরা তাই করছি।’ বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেশে ১৬ কোটি মানুষ অপেক্ষা করছে, চাপ কিছুটা থাকবেই। এটা থেকে বের হয়ে আসাও অন্যরকম আনন্দ। সবাই সেই আনন্দই পেতে চায়। সবাই যেন আনন্দ করতে পারে আমরা সেই চেষ্টাই করব।’ বাংলাদেশের দুই বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলামকে এখনও খেলানো হয়নি। অনেক সাবেক ক্রিকেটার মনে করছেন তাদের খেলানোর এটাই সুযোগ। মাশরাফি জানালেন, মাঠের কন্ডিশন বুঝেই একাদশ নির্বাচন হবে। তিনি বলেন, ‘চেষ্টা করব সম্ভাব্য সেরা দল বেছে নেয়ার। ইংল্যান্ড যেন সুবিধা না পায়। প্রতিপক্ষের জন্য খেলা কঠিন হবে এমন দল বেছে নেয়ার চেষ্টা করব।’ এনামুল হকের চোটের করণে সুযোগ পাওয়া ইমরুল কায়েস মাত্র দু’দিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স ভালো থাকায় আজ তার খেলার সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে ব্যাটসম্যানরা রান পেয়েছেন। অ্যাডিলেডের উইকেট দেখেও মনে হয়েছে রান হবে। মাশরাফি বলেন, ‘ব্যাটসম্যানরা আÍবিশ্বাসী, সবাই রান পাচ্ছে। সাকিব-মুশফিক রানের মধ্যে আছে। তামিম ফর্মে ফিরেছে। বোলিংয়ে ছোটখাটো কিছু ভুল হয়েছে শেষ ম্যাচে। আশা করি কাল (আজ) বোলাররা তাদের কাজগুলো ভালোভাবেই শেষ করবে।’ চাপে রয়েছে ইংল্যান্ড। মাশরাফি চান সুযোগটা কাজে লাগাতে। মাশরাফি বলেন, ‘মাঠ বড় নাকি ছোট, এটা কোনো সমস্যা নয়।’ যদি আমরা আÍবিশ্বাসের সঙ্গে খেলতে পারি তাহলে সব ঠিক থাকবে।’
ওডিআইতে বাংলাদেশ ও ইংল্যান্ড
সব মিলিয়ে দু’দলের মুখোমুখি লড়াই
দল ম্যাচ জয় হার
বাংলাদেশ ১৫ ২ ১৩
ইংল্যান্ড ১৫ ১৩ ২
বিশ্বকাপে
দল ম্যাচ জয় হার
বাংলাদেশ ২ ১ ১
ইংল্যান্ড ২ ১ ১
দলীয় সর্বোচ্চ রান
বাংলাদেশ ২৬০/৬, মিরপুর (বাংলাদেশ), ২ মার্চ ২০১০
ইংল্যান্ড ৩৯১/৪, নটিংহ্যাম (ইংল্যান্ড), ২১ জুন ২০০৫
ব্যাক্তিগত সর্বোচ্চ রান
তামিম ইকবাল (বাংলাদেশ)
৮ ম্যাচে ২৬৩
অ্যান্ড্রু স্ট্রাউস (ইংল্যান্ড)
৮ ম্যাচে ৬১০
সর্বোচ্চ উইকেট
আবদুর রাজ্জাক (বাংলাদেশ)
৮ ম্যাচে ১২টি
অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড)