জগন্নাথপুর২৪ ডেস্ক::বিশ্বের যে কোনও ফুটবলারেরই স্বপ্ন একবার তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখার। সবার কপালে সেই সুযোগ জোটে না।
যারা পারেন, তারা নিজেদের মানুষ জন্ম ধন্য মনে করেন। সে কারণেই ফুটবল দুনিয়ার সবচেয়ে সম্মানজনক তো বটেই, গোটা ক্রীড়া ক্ষেত্রেরই সর্বাধিক দামি পুরস্কার মনে হয় এই ফিফা বিশ্বকাপের ট্রফিটিকে।
দামি, কিন্তু সেই দাম কত? টাকার অঙ্কে এমন ‘অমূল্য’ বস্তুর মূল্যের হিসেব কষা যায় না। ১৯৭৪ সালের বিশ্বকাপের জন্য ট্রফিটি বানান ইতালির শিল্পী সিলভিও গাজানিগা। তার আগে বিশ্বকাপের পুরস্কার ছিল জুলে রিমে কাপ। ব্রাজিল তা চিরতরে জিতে নেয় ১৯৭০ সালে। তার পরই তৈরি হয় এই নতুন ট্রফি। আজও সেটিই চলছে।
ট্রফিটির ওজন ৬ কিলোগ্রামেরও বেশি।