স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্রিটিশ- বাংলাদেশী হুজহু, বাংলা মিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গনি সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন।
আজ রোববার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে ভিআইপি লাউঞ্জে তাঁকে অভ্যর্থনা জানান সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার কবি আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও এনামুল হক রেনু, কলেজ শিক্ষার্থী মারুফ আহমদ হৃদয়, সালমান হোসেন প্রমুখ।
এর আগে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আমিরাত এয়ারলাইন্স যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও পরে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছেন।
জানা গেছে, তিনি প্রায় একমাস দেশে অবস্থানকালে তাঁর পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত করিম ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃক আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। এছাড়াও গণমাধ্যমে সংগঠনের পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। তিনি তাঁর গ্রামের বাড়ি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুরে যাবেন এবং সেখানে আত্বীয় স্বজন ও সর্বসাধারণের মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।