Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিলুপ্তির পথে বিএনপি-এরশাদ

জগন্নাথটুয়েন্টিফোর ডেস্ক::জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি এখন রাজনীতি থেকে বিলুপ্তির পথে। তাই সিটি নির্বাচনে প্রার্থীতার জন্য লোক খুঁজে পাচ্ছে না তারা।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাপার পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘সিটি নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো লোক বিএনপি পাচ্ছে না। আর যাদের প্রার্থী করা হয়েছে, মানুষ তাদের চেনে না। বিএনপি এখন রাজনীতি থেকে বিলুপ্তির পথে।’

তবে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তার পরিচিত বলে উল্লেখ করে এরশাদ বলেন, ‘তাবিথকে (আউয়াল) আমি চিনি। ওর বাবা (আবদুল আউয়াল মিন্টু) আমার বন্ধু।’

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ‘বহুদিন অপেক্ষায় ছিলাম। মানুষ পরিবর্তন চায়। আমাদের সামনে এখন সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।’

উন্নয়নের লক্ষ্যে সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত প্রার্থীদের ভোট দিতেও সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সংক্রান্ত আরো খবর

Exit mobile version