Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিয়ের একদিন আগেই নিভে গেল বরের জীবন প্রদীপ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিয়ে ছিল আগামীকাল শুক্রবার। আজ বৃহস্পতিবার গায়ে হলুদ। এ উপলক্ষে সাজানো হয়েছে পুরো বাড়ি ও রাস্তা-ঘাটে তোরণ নির্মাণ করে আলোকসজ্জা করাও হয়েছে। আত্মীয়-স্বজন এসেছেন বাড়িতে। সব প্রস্তুতিই প্রায় শেষ। গায়ে হলুদের কিছু কেনাকাটা করতে চাচাত ভাইকে সঙ্গে করে শায়েস্তাগঞ্জ গিয়েছিলেন। সন্ধ্যায় দুই চাচাত ভাই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিভে গেল দুটি জীবন প্রদীপ।

বুধববার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের মো. সোয়েম মিয়া (২৫)। তিনি ঘটনাস্থলেই মারা যান। রাত সাড়ে ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিয়ের বর মো. শাহ আলম ওরফে সামায়ূন (২৮)। তিনি ওমান প্রবাসী। সোয়েম মিয়া প্রাণ কোম্পানির ফ্যাক্টরিতে চাকরি করতেন।

সরেজমিন রাতেই উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামে বিয়ে বাড়িতে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে। আনন্দের বিয়ে বাড়িতে শুধু কান্নার রোল পড়ে। বৃদ্ধ পিতা-মাতা পুত্র শোকে পাগল প্রায়। তারা বার বার অজ্ঞান হচ্ছিলেন। ঘরে ও উঠুনে হাওমাও কান্নার শুব্দ।

স্থানীয়রা জানান, বরের মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলছে শোকের মাতম। কিছুতেই যেন এমন মৃত্যু মেনে নিতে পারছিল না কেউই।

প্রতিবেশী জাহির চৌধুরী বলেন, ১৪ বছর ধরে ওমানে থাকেন সামায়ূন। সেখানে তিনি গাড়ির গ্যারেজের ব্যবসা করেন। প্রতি বছরই বাড়িতে আসেন। গত ১২-১৪ দিন হয় বাড়িতে এসেছেন। এবার উদ্দেশ্যই ছিল বিয়ে করা। যথারীতি পাত্রীও দেখা হয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। বিয়ের আয়োজনও সম্পন্ন ছিল। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় নিভে গেল প্রবাসী সামায়ূনের জীবন প্রদীপ। জীবনের নতুন প্রতীপ জ্বালানো হলো না। সামায়ূন ২ ভাই, ৫ বোন ও ঘরে বৃদ্ধ মা-বাবা।

সুত্র আমার দেশ

Exit mobile version