জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বরের অদূরে পুলিশ বক্সের কাছে বোমা বিস্ফোরণেই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ নিহত যুবকের মরদেহের ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। ময়নাতদন্ত দলে আরও ছিলেন চিকিৎসক প্রদীপ বিশ্বাস ও কবির সোহেল।
সোহেল মাহমুদ জানান, নিহত ব্যক্তির চুল ও দাঁত সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। নিহত যুবক নেশাজাতীয় কিছু খেয়েছিলেন কি না, তা পরীক্ষা করার জন্য রক্ত সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দর সড়ক এলাকায় বোমা বিস্ফোরণে ওই যুবক নিহত হন।
পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে এ বিস্ফোরণ ঘটে। নিহত ব্যক্তির পেট ও কোমর ছিন্নভিন্ন হয়ে গেছে।
বিস্ফোরণের ওই ঘটনাকে ‘আত্মঘাতী বোমা হামলা’ দাবি করে এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস।
Leave a Reply