সুনামগঞ্জ সংবাদদাতা : আগামী ৭ মে শনিবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০১৬ উপলক্ষ্যে সুনামগঞ্জে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। ১৬ এপ্রিল শনিবার বিকেল ৫টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে কমিশনের জেলা শাখা,পৌরসভা শাখা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ড. আর.কে ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক সমন্বয়কারী আলহাজ্ব আতাউর রহমান, সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এনামুল করিম লিলু, হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক ইসলাম উদ্দিন,মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ শিমুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন কমিশনের বিশেষ প্রতিনিধি ও বিভাগীয় মানবাধিকার সম্মেলন-২০১৬ এর প্রস্তুতি কমিটির সদস্য-সচিব বাবু মনোরঞ্জন তালুকদার।
কমিশনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শিক্ষিকা ফৌজিআরা বেগম শাম্মীর সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কমিশনের জেলা শাখার সহ-সভাপতি এ.কেএম আবু নাসার, মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী খান,মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান,মাওলানা মুহাম্মদ এমদাদুল হক, এডভোকেট মুহাম্মদ আবুল আশরাফ,সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল, যুগ্ম সম্পাদক সাইফুল আলম সদরুল,সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী তানজিনা বেগম,দপ্তর সম্পাদক লিপন বৈদ্য,কার্যকরী সদস্য মোঃ জয়নাল আবেদীন,সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মোঃ জাকারিয়া জামান তানভীর,সহ-সভাপতি ফাতেমা আক্তার বিউটি, যুগ্ম সম্পাদক ইজাজুল হক চৌধুরী,জমিরুল হক মিটু,দপ্তর সম্পাদক সিহাব আহমদ,সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনসুর-উল হক, কার্যকরী সদস্য বিউটি আক্তার,মোঃ সিরাজ আলী,সুনামগঞ্জ সদর উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া, প্রবাসী মোঃ নাজমুল ইসলাম সাজু,সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ মনির উদ্দিন,সাবেক কাউন্সিলর মোঃ মফিজুল হক,আহবায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক পল,শিক্ষক নেত্রী তামান্না আক্তার,আজীবন রক্তদাতা মোজাহিদুল ইসলাম মজনু,ব্যবসায়ী নুরুল হাসান আতাহের,সাংবাদিক ফরিদ মিয়া,সাংবাদিক মাছুম আহমদ,মাসুদুল হক সর্দার,সোনা মিয়া ও কবির হোসাইন প্রমুখ। এছাড়াও স্থানীয় অতিথিদের মধ্যে পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সদর উপজেলা শাখার সহ-সভাপতি নেছার আহমদ শফিক ও সমাজকল্যাণ সম্পাদক খোকন মিয়া বক্তব্য রাখেন।
Leave a Reply