স্টাফ রিপোর্টার:: নানকার বিদ্রোহ ও কৃষক আন্দোলনের বিপ্লবী নেতা লালমোহন রায় আর নেই। শুক্রবার বিকেল ৪ টায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইটাউরি গ্রামে মৃত্যুবরণ করেন এই বিপ্লবী নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৫ বছর।
মধ্যনগর থেকে হাওরপাড়ের ধামাইলের সভাপতি সজলকান্তি সরকার জানান, লালমোহন রায় দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। শুক্রবার বাড়িতে তিনি নিজ বাড়িতে মারা যান। লালমোহন রায়ের জন্ম ১৯১২ সালের ১ মে।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন তিনি। শুক্রবার রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান সজল সরকার।
পারিবারিক সূত্র জানা যায় লালমোহন রায়ের মূল বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খাগাউড়া গ্রামে। তবে লালমোহন মধ্যনগরের ইটাউড়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। এখানেই বেড়ে ওঠেন তিনি। তাঁর বাবার নাম প্যারি মোহন রায় ও মায়ের নাম হেমলা রায়।
১৯৩৭ সালে কমিউনিস্ট পার্টর সদস্যপদ লাভ করেন তিনি। বিয়ানীবাজারের নানকার বিদ্রোহ ও সুনামগঞ্জের কৃষক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই বিপ্লবী।