জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান ওসামা বিন লাদেন হোয়াইট হাউসে অতিথি হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন এক রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সোমবার এক চ্যাট শোতে এ দাবি করেন। খবর বিবিসির।
রুশ কর্মকর্তা মারিয়া জাখারোভা বলেন, ওসামা বিন লাদেন হোয়াইট হাউসে অতিথি হয়ে গিয়েছিলেন। অনুষ্ঠানে আমেরিকান সরকার এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় তদবিরকারীদের কর্মকাণ্ড নিয়ে কথা বলার সময় একটি ছবির কথা উল্লেখ করে একথা বলেন।
তিনি বলেন, ”মনে আছে হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনকে আপ্যায়নের সেই অসাধারণ, মাথা-ঘুরানো ছবিগুলোর কথা?” ওসামা বিন লাদেনের সঙ্গে হিলারি ক্লিনটনের করমর্দনের ওই ছবি গত বছর রাশিয়ান টুইটারকারীরা ব্যাপকভাবে ছড়ায়।
তবে বিবিসি রিয়ালিটি চেক অনুষ্ঠান বলছে রাশিয়ার সামাজিক যোগযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই ছবি ‘ভুয়া’ বা ‘ফেক’। হোয়াইট হাউসে ওসামা বিন লাদেনের কোন ফটো আছে বলে জানা যায় না এবং এ ধরনের অস্বাভাবিক কোন অনুষ্ঠান কখনও ঘটেছিল বলে কোথাও কোনো ধরনের তথ্য-প্রমাণ নেই।
বিবিসির অনুসন্ধানে বলা হচ্ছে ছবিটা অবশ্যই ভুয়া। ২০০৪ সালে মিসেস ক্লিন্টন ভারতীয় সঙ্গীতজ্ঞ শুভাশীষ মুখার্জ্জীর সঙ্গে এই ছবি তুলেছিলেন। সেখানে মুখার্জ্জীর মুখের জায়গায় ওসামা বিন লাদেনের মুখের ছবি বসিয়ে দেয়া হয়েছে।
২০০৪ সালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশ এবং হিলারি ক্লিনটন সে সময় ছিলেন নিউইয়র্কের সিনেটর।
আমেরিকান তথ্য বিশ্লেষণকারী সাইট স্নোপস এই ছবিটি বিশ্লেষণ করে বলেছে ফ্রিকিং ডট কম FreakingNews.com নামে একটি ওয়েবসাইটে ফটোশপের একটি প্রতিযোগিতার অংশ ছিল এই ছবিটি।