Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিনা খরচে জাপানে পড়ালেখার অপূর্ব সুযোগ দিচ্ছে জাপান সরকার

শিক্ষা
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::শিক্ষর্থীদের জন্য স্কলারশীপসহ স্নাতক পড়ার সুযোগ দিচ্ছে জাপান সরকার। বাংলাদেশসহ জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর শিক্ষর্থীরা এ সুযোগ পাবেন।
নির্বাচিত শিক্ষার্থীদের সেশন শুরু হবে ২০১৬ সালের এপ্রিল থেকে। এক বছর জাপানের ভাষার শিক্ষা কোর্সসহ মোট ৫ বছরের স্কলারশিপের মেয়াদ হবে ২০২১ সালের মার্চ পর্যন্ত।
যেসব বিষয় নিয়ে পড়া যাবে: জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে সামাজিক বিজ্ঞান, মানবিক এবং প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ভর্তি করানো হবে। এর মধ্যে যেমন আছে আইন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সমাজবিদ্যা, সাহিত্য, ইতিহাস, জাপানিজ ভাষা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, ফলিত রসায়ন, জীব বিজ্ঞান, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এনভায়ারমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কৃষি, কৃষিজ রসায়ন, প্রাণীজ বিজ্ঞান, ভেটেরিনারি মেডিসিন, ফরেস্ট্রি, খাদ্য বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, ফামের্সি, নার্সিংসহ ইত্যাদি নানা বিষয়ে স্নাতক ডিগ্রী নেওয়ার সুযোগ।
যোগ্যতা: স্কলারশিপ পেতে আবেদনের জন্য শিক্ষার্থীর জন্মতারিখ অব্যশই ২ এপ্রিল ১৯৯৪ থেকে ১ এপ্রিল ১৯৯৯ এর মধ্যে হতে হবে। এছাড়া ২০১৬ সালের মার্চের মধ্যে ১২ বছরের নিয়মিত শিক্ষাগত বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ঢাকায় জাপানি দূতাবাস (প্লট-৫ ও ৭, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা-১২১২) থেকে।

– See more at: http://www.sylhetview24.com/news/details/Campus/36599#sthash.offIFY6P.dpuf

Exit mobile version