এনাম উদ্দিন:: রিও অলিম্পিকে গ্রুপ পর্বে নিজেদের ঠিকে থাকার ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করলো স্বাগতিক দেশ ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করেন গাবিগোল নামে এরই মধ্যে খ্যাতি পাওয়া বারবোসা জোড়া গোল করেছেন। জেসুস একটি। অন্য গোলটি লুয়ানের। আজ কলম্বিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। অপর দিকে আর্জেন্টিনা হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করে গোল ব্যবধানে পিছনে থেকে গ্রুপ পর্ব থেকে বাড়ি ফিরতে হলো দুবারের অলিম্পিক সোনাজয়ী আর্জেন্টিনাকে।