1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিজয় ঘোষণা করলেন ট্রাম্প - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

বিজয় ঘোষণা করলেন ট্রাম্প

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত পাওয়া খবর বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ইলেক্টোরাল ভোট ২৭০ থেকে আর মাত্র এক কদম দূরে। আর ৩টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন ট্রাম্প।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত যত ভোট গণনা হয়েছে তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫১ দশমিক ১৯ শতাংশ ভোট। আর ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ২৬৭ টি। অর্থাৎ, আর ৩টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই তাঁর হোয়াইট হাউসের রাস্তা পরিষ্কার হয়ে যাবে।

বিপরীতে ডেমোক্র্যেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পেয়েছেন ৪৭ দশমিক ৩৫ শতাংশ ভোট। কমলা হ্যারিসের দখলে গেছে ইলেক্টোরাল কলেজের ২১৪টি ভোট। অর্থাৎ ট্রাম্পের চেয়ে অনেক বেশি ব্যবধানে পিছিয়ে আছেন কমলা।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে প্রস্তুতকরা মঞ্চে এরই মধ্যে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। আর তখনই গুরুত্বপূর্ণ সুই স্টেটে পেনসিলভানিয়ার ফলাফল এসেছে। সেখানে ১৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। এই ফলাফল পাওয়ার পরই ট্রাম্প মঞ্চ থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে যাওয়ার পেছনে নিয়ামক ভূমিকা পালন করেছে সুইং স্টেটগুলোর ভোট। এরই মধ্যে তিন অঙ্গরাজ্যে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোট এরই মধ্যে ট্রাম্প তাঁর ঝুলিতে পুরেছেন।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়াতে রিপাবলিকাল পার্টির প্রার্থী ট্রাম্প বিজয়ী হয়েছেন। এই অঙ্গরাজ্যে ট্রাম্প ১৯টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। অপর সুইং স্টেট জর্জিয়াতে বিজয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এপির প্রতিবেদন অনুযায়ী, এখানে তিনি ১৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এ ছাড়া, নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোটও গেছে তাঁর ঝুলিতে।

এদিকে, ২০১৬ সালে নিউইয়র্কে হিলারি ক্লিনটনের সম্ভাব্য বিজয় উৎসবের জন্য যখন সবাই প্রস্তুত, সেই মুহূর্তে হঠাৎ বিষণ্নতার বাতাস বইতে থাকে। সমর্থকেরা হঠাৎ বুঝতে পারেন, তাঁরা যা আশা করেছিলেন তা ঘটছে না। হাসি আর নাচ কান্নায় রূপ নেয়, মানুষ উদ্‌যাপনের স্থান ছেড়ে যায় অত্যন্ত মর্মাহত হয়ে।

আজ রাতে ফ্লোরিডায় ঠিক তার বিপরীত ঘটনা ঘটতে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এখানে তিনি বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে সিক্রেট সার্ভিস তৎপর হয়ে উঠেছে। সমর্থকদের মোটরকেড (গাড়ি শোভাযাত্রা) চলছে।

অপরদিকে, এই মুহূর্তে কমলা হ্যারিসের নির্বাচনী সদর দপ্তরে ভিড় প্রায় নেই বললেই চলে। কারণ একজন সিনিয়র সদস্য এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, কমলা আজ রাতে এখানে উপস্থিত হবেন না। বড় পর্দায় দুটি সুইং স্টেটে ট্রাম্পের বিজয় ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থকদের চোখে মুখে হতাশার ছাপ দেখা দেয়। প্রধান নির্বাচনী কার্যালয় এখন প্রায় ফাঁকা। কয়েক ঘণ্টা আগেও উৎসবমুখর পরিবেশ ছিল এখানে। এখন বিষণ্ন। কয়েক ঘণ্টার মধ্যেই কমলা হ্যারিসের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। সৌজন্যে আজকের পত্রিকা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com