স্টাফ রিপোর্টার:: আগামী মঙ্গলবার পাঁচটি মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জানান, ওইদিন তিনি (খালেদা) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন।
অন্য আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ জানান, মোট ৫টি মামলায় বিভিন্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাবেন খালেদা জিয়া। আইনজীবীদের পরামর্শে খালেদা জিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় গত ৩০ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ২৮ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। এ ঘটনায় ২৪ জানুয়ারি বিকালে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার এসআই কেএম নুরুজ্জামান।
Leave a Reply