স্টাফ রিপোর্টার:: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাজধানীর মতিঝিল ও পল্টন থানার পৃথক দুটি নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মির্জা আব্বাস। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে তার জামিন আবেদনের শুনানি চলছে। বিষয়টি তার আইনজীবী অ্যাড. সানাউল্লা মিয়া নিশ্চিত করেছেন।
এরপর তিনি ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করবেন বলে জানিয়েছেন ওই আদালতে দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম। প্রসঙ্গত, বিভিন্ন মামলায় আসামি হয়ে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকেই ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন মির্জা আব্বাস।