আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ৩৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বার্মিংহাম শাখা ইউকে উদ্দ্যোগে আজ রবিবার ৩১শে মে ২০১৫ইং এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জালাল চৌধুরী সভাপতি বার্মিংহাম বিএনপি , সভা পরিচালনা করেন সুজাতুর রাজা সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইউকে বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক বার্মিংহাম বিএনপি । সভায় প্রধান অতিথি ছিলেন ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির আহবায়ক কাজী আংগুর মিয়া, বিশেষ অতিথিবৃন্দ যথাক্রমে- ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সদস্য সচিব হরমুজ আলী , ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক , সাবেক সহ সভাপতি জমশেদ আলী , বার্মিংহাম বিএনপির সিনিয়র সহসভাপতি বিরাম আলী ,সাংগঠনিক সম্পাদক মুকিত মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ গিলমান , ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন ,ইলিয়াছ মুক্তির আহবায়ক ছমির উদ্দিন , বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান।
সভায় বক্তব্য রাখেন ফয়ছল আহমদ,আব্দুল কবির , মজনু মিয়া ,কয়ছর আলী শাহিন, কাউছারুল ইসলাম সুমন,ঈদন আলী,বাবরুল ইসলাম,পাপ্পু চৌধুরী,মোছাদ্দিক হোসেন,মুজিব চৌধুরী,সৈয়দ রুপন আলী , শাহিন মিয়া,মোস্তাকিম,তাহের মিয়া,কাইয়ুম,জামিল,নুরুজ্জামান,ওলি মুক্তা,সুহেল , ওলিউর রহমান ও মোশাহিদ টাকুর প্রমুখ।সভায় বক্তাগন জিয়াউর রহমানের বর্নাট্য জীবনের উপর আলোচনা করেন। মিলাদ ও পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াহিদ