জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::ইন্দোনেশিয়ার এক বাড়ির মালিক তার বাড়ি বিক্রির জন্য অভিনব এক বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনে তিনি লিখেছেন, আপনি যদি সঠিক মূল্যে বাড়িটি কিনতে পারেন তাহলে ইচ্ছা করলে আমাকে বিয়ে করতে পারবেন। বাড়িটিতে দুটি বেডরুম, দুটি বাথরুম, একটি পুকুর, একটি প্রশস্ত মাঠ আছে। বাড়ির মালিকের নাম উইনা লিয়া(৪০) । বাড়িটির মূল্য ৭৬ হাজার ৫০০ মার্কিন ডলার। যদি বাড়িটি কেউ এই দামেই কেনে, তাহলে সে মালিককে বিয়ে করার কথা বলতে পারবে (শর্ত প্রযোজ্য)।” -বিজ্ঞাপনে এমনটিই লিখা ছিলো।
অনলাইনে তার এ বিজ্ঞাপনটি মুহূর্তেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদপত্র ও টিভি চ্যানেলেও এ বিজ্ঞাপনের খবর প্রচারিত হয়েছে। তাদেরকেও লিয়া বলেছেন, বিজ্ঞাপনটি সত্য এবং তিনি জেনে বুঝেই এ বিজ্ঞাপন দিয়েছেন। এখন তিনি বাড়িটির ক্রেতাকে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply