Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাড়ির ছাদে ভেঙে পড়ল হেলিকপ্টার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: কয়েকটি বাড়ির ছাদের উপর ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার। সোমবার জাপানের দক্ষিণ-পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। হেলিকপ্টার ভেঙে পড়ার পর একটি বাড়িতে আগুন ধরে যায়। খবর এএফপির।

সোমবার জাপানের কানকাঝি শহরে ভেঙে পড়ে মিলিটারি হেলিকপ্টার। জাপানের টিভি চ্যানেলে হেলিকপ্টারের ভেঙে পড়ার দৃশ্য দেখানো হয়। তাতে দেখা গিয়েছে, কয়েকটি বাড়ির ছাদের উপর ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। যার জেরে একটি বাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত এলাকাটি খালি করে দেওয়া হয়। এদিকে এর মধ্যে একটি বাড়িতে আগুন ধরে যায়। পরে দমকলের ১৪ ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রতিরক্ষামন্ত্রী বিষয়টির সত্যতা স্বীকার করে সাংবাদিকদের তিনি বলেন, ভেঙে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়। তার জেরে একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো বড় ঘটনার খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, সেই সময় হেলিকপ্টারে দু’জন ছিল। তবে তারা বেঁচে গিয়েছে। এদিকে কী কারণে সেটি দুর্ঘটনার কবলে পড়ে তা খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version