জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ‘বাহুবলী’কে নকল করতে ঝাঁপ দিতে গিয়ে ভারতে এক যুবকের মৃত্যু হয়েছে।
‘বাহুবলী: দ্য বিগিনিং’-এ একটি দৃশ্যে দেখানো হয়, বাহুবলী প্রভাস মাহুলি জলপ্রপাতে ঝাঁপ দিয়েছেন। সেই স্টান্ট বাস্তবে নকল করতে গিয়েই মৃত্যু হল এক অনুরাগীর।
আনন্দবাজার পত্রিকা বলছে, গত ১৪ জুলাই বন্ধুদের সঙ্গে মহারাষ্ট্রের থানে এলাকার মাহুলি জলপ্রপাত দেখতে গিয়েছিলেন ইন্দ্রপাল পাটিল নামে ওই যুবক। ব্যবসায়ী ইন্দ্রপাল জলপ্রপাতের ওপর থেকে বাহুবলীর কায়দায় নীচে ঝাঁপ দেন।
পুলিশ জানিয়েছে, পর্দার বাহুবলীকে বাস্তবে নকল করার জন্যই নাকি সেদিন বন্ধুদের নিয়ে মাহুলিতে গিয়েছিলেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাহাপুর থানার শীর্ষ পুলিশ কর্মকর্তা বি এইচ পওয়ার সাংবাদিকদের বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক জলপ্রপাতের ওপর থেকে ঝাঁপ দেন। পা দিয়ে একটা পাথর আঁকড়ে ধরার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। সোজা নীচে পড়ে মৃত্যু হয় তার। পরে বন্ধুরাই তার দেহ জলপ্রপাতের নীচ থেকে বের করেন।’
যদিও ইন্দ্রপালের ভাই মহেন্দ্রর অভিযোগ, ‘আমার দাদা কখনও এমন ঝুঁকির স্টান্ট করবে না। পরিকল্পনা করে কেউ তাকে পিছন থেকে ঠেলে দিয়েছিল।’
ছবির পর্দায় তারকাদের দেখে ঝুঁকির স্টান্ট নকল করতে গিয়ে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। ইন্দ্রপালের মৃত্যুও কি সে কারণেই নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।