জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী হরতাল-অবরোধে বাস পুড়িয়ে এখন বাস মার্কায় ভোট চাইছেন। তিনি এত দিন ককটেল, পেট্রলবোমা বিলি করেছেন। এখন আবার তিনি ভোট চেয়ে লিফলেট বিলি করছেন। রবিবার কৃষক লীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হরতাল-অবরোধের সহিংসতায় আবদুল আউয়াল মিন্টু সবচেয়ে বেশি টাকা দিয়েছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যার টাকায় সবচেয়ে বেশি বাস পোড়ানো হয়েছে। আবদুল আউয়াল মিন্টু হরতাল-অবরোধের সহিংসতায় সবচেয়ে বেশি টাকা দিয়েছেন। আর খালেদা জিয়া বাস মার্কায় ভোট চাইছেন। সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় খালেদা জিয়া অংশ নেয়ার খবর গণমাধ্যমে ফলাও করে প্রচারেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ককটেল, পেট্রলবোমা মারলে হেডলাইন হয়। তাদের উন্নয়ন পছন্দ হয় না। যাকে জাতি ঘৃণা করে সে আবার পাবলিসিটি পায়। যে মানুষকে পুড়িয়ে মেরেছে মানুষ তাকে ঘৃণা করে। সে ঘৃণ্য। ৬ ঋতুর দেশ বলে সবাই কি এত সহজে ভুলে গেছে ৩ মাসের সহিংসতার কথা, ক্ষয়ক্ষতির কথা। সহিংস আন্দোলন ও খালেদা জিয়ার ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া অফিসে বসে থাকলেন। আমি এটার কোন রহস্য এখনও বুঝলাম না। সরকার উৎখাত না করে উনি নাকি ঘরে ফিরবেন না। এখন তো উনি ঘরে ফিরে গেলেন। বিএনপি আমলে সারসংকটের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশের কৃষক তাদের কাছে সার চেয়েছে আর কিছু না। অথচ তাদের সার না দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছে। তারা ফসল ফলাতে সার চেয়েছে বিনিময়ে তারা খালেদা জিয়ার গুলি পেয়েছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করা। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। আমাদের আর খাদ্য আমদানি করতে হচ্ছে না। ভবিষ্যতে কোন দেশে দুর্যোগ হলে বাংলাদেশই তাদের খাদ্য পাঠাতে পারবে। কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগ সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ।
Leave a Reply